আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম শ্রীনগরে গণসংযোগ করেছেন। সোমবার বিকেলে উপজেলার দেউলভোগ, সবুজ হাটি এলাকায় তিনি নির্বাচনী গণ সংযোগ করেন। সন্ধ্যায় উপজেলা সংলগ্ন এলাকায় এক মত বিনিময় সভা করেন। এ সময় তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনামলের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে জাতীয় পার্টি মার্কা লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কাদের, সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল হাকিম হাওলাদার, শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মহসিন মাঝি, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী আলমগীর, মোঃ শাহ আলম প্রমুখ।