আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে মনোনীত নৌকার প্রার্থীর এক নির্বাচনী জনসভা হাসিভাসা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকাল সাড়ে ৪ টায় হাড়িভাসা উচ্চবিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। হাসিভাড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটি.এম. আখতারুজ্জামান ডাবলু এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনে মনোনীত নৌকার প্রার্থী নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারের নানামুখী উন্নয়নের কথা তুলে ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান করেন। এরআগে তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের হাড়িভাসা বাজারে সাধারণ ভোটারদের সংগে কুশল বিনিময় করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা আওয়ামলীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান প্রমুখ। সন্ধ্যার পর নৌকার প্রার্থী নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে গণসংযোগ শেষে ঠেকরপাড়া উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংগে ছিলেন।