গাজীপুর-৪, কাপাসিয়া আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কন্যা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, "আমি কাপাসিয়ার প্রতিটি গ্রামকে আদর্শ গ্রামে পরিনত করতে চাই। যেখানে গ্রামে থেকেও মানুষ শহরের সকল সুযোগ সুবিধা পাবেন। যেমন আমরা কাপাসিয়াকে গর্ভকালীন মাতৃমৃত্যু শুন্যের কোঠায় এনে মডেল তৈরী করেছি। বর্তমান সরকার হলো উন্নয়নশীল সরকার। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের রাস্তাঘাট, হাসপাতাল এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হয়। অন্য কোন সরকার যা পারে নাই, তাই আপনারা আমার সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, নৌকায় ভোট দিন।" ২৪ ডিসেম্বর রোববার দিনব্যাপি তার নির্বাচনী এলাকা কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে প্রচারণা কালে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী তিনি উপজেলার চাঁদপুর ও দূর্গাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় তার সফর সঙ্গী হিসাবে ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি আজগর রশিদ খাঁন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিনোদ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক সামসুল হুদা, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আহমদ, কামরুজ্জামান সোহেল, জাহিদুল হক দিলিপ, ছাত্রলীগ সাবেক সভাপতি আবদুল কাইয়ুম ভূইয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। প্রচারণায় এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন।