প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ- রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার গ্রেনরশিপ এ- রেসিলিয়েন্স বাংলাদেশ (পাটনার) এর আওতায় বিভিন্ন প্রদর্শনীর কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (সকাল ১১ টায়) রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অত্র কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
কৃষকদের মাঝে বিতরণ করেন রূপসা উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম। এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আলমগীর হোসেন, সুমন কুমার মন্ডল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হিমাংশু রায়, প্রমিলা রাণী বালা, হিমান্দ্রী বিশ্বাস, মো. মোজাহিদুর রহমান, রাজু আহমেদ, জান্নাত নাহার, সোহেল রানা, সমীর কুমার ঘোষ, শোয়েব তরিকুল্লাহ সহ প্রদর্শনী ভুক্ত কৃষক কৃষাণী বৃন্দ।