সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপীপাড়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকাল ৪ টায় নৌকার পক্ষে উঠান বৈঠক ও মিছিল করেছে এলাকাবাসী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদিখান) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে এমপি প্রার্থী হাজী মহিউদ্দিন আহম্মেদ এর পক্ষে অনুষ্ঠানের আয়োজন করে গোড়াপীপাড়া গ্রাম ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ। অনুষ্ঠানে আবদুল কুদ্দুস মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একেএম শাহিন মোল্লা বিমান। বিশেষ অতিথি ছিলেন মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আবদুল করিম, জেলা হিন্দু -বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খান, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আক্কাস, ইউনিয়ন যুবলীগ সভাপতি হাজী মকবুল হোসেন আনু, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কোরবান আলী মৃধা, মহিলা ইউপি সদস্য মোহসেনা আক্তার মিমি। শিশির আহমেদ বাবুর সঞ্চালনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী নজরুল হক, তালতলা বাজার বণিক সমিতির সভাপতি শফি মাদবর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন, ইউনুস আলী হাওলাদার, হাসান বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।