তথ্য কেন্দ্র কাহারোল এর আয়োজনে দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবদুল খালেকের উঠানে বৃহস্পতিবার সকাল ১১ টায় তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর উঠান বৈঠকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নিবাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন মোঃ জিয়াবুর রহমান শাখা ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক কাহারোল, তথ্য সেবা কর্মকর্তা নুর জাহান খাতুন,তথ্য সেবা সহকারী কর্মকর্তা মোছাঃ ফাহমিদা আক্তার ও সমাজ সেবক মোঃ আবদুল খালেক প্রমুখ।