পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী গভীর রাতে কম্বল বিতরণ করেছেন। গতকাল (১৩ আগস্ট) বুধবার গভীর রাতে ঘুরে ঘুরে বাউফল পৌর এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীনদের বরাদ্দকৃত গৃহ বাসী, রাস্তার পাশে রাত কাটানো মানুষ, রিক্সাওয়ালা ও অসহায় বৃদ্ধ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী চার মাস আগে বাউফল উপজেলায় যোগদান করে ইতিমধ্যে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিশে সকল মানুষকে আপন করে নিয়েছেন। শিক্ষা ব্যবস্থায় দায়িত্ব পালনে ইতিমধ্যে তিনি ফাটাকেষ্টোর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একজন মানবিক ইউএনও হিসেবে তার ভূমিকা অতুলনীয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, শীতের প্রকোপ বেড়ে গেছে, এসব মানুষ কষ্ট করছে, তাই আমি সরকারের পক্ষে সরকারি সহায়তা হিসেবে কম্বল বিতরণ করেছি মাত্র। মানুষের জন্য কাজ করা আমার দায়িত্ব পালন কর্তব্য। আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি। দায়িত্ব পালনে বাউফলের মানুষ আমাকে সহায়তা করবে এটাই আমার প্রত্যাশা।