নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শায়েস্তানগর দারুসালাম ইসলামিয়া ক্বাওমী মাদরাসার বার্ষিক ফল প্রকাশ উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনু্িষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গনে মনির আহমেদ খোকনের সভাপতিত্বে ও শিক্ষক খালেদ সাইফুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, মাদরাসার সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, মাদরাসার মুহতামিম মুফতি আবদুল মালেক সমাজী, শিক্ষক বেলায়েত হোসেন ও ফাইম হোসাইন প্রমুখ।