১ . সিলেটে মূলদলে নারী সদস্য আ.লীগ ৬%, বিএনপি ৪.৬৩%, জেপি ০.৯৭%।
২ . স্ব-শিক্ষিত নেতাদের পদ হারানোর ভয়ে যোগ্যপদে পিছিয়ে শিক্ষিত নারীরা।
৩ . বহিস্কার ও পদবঞ্চিতের শংকায় প্রতিবাদ বা গনমাধ্যমে কথা বলছেনা নারীরা।
৪ . কান্না থামাতে হাতে চকলেট দেওয়ার মত শান্তনা ‘সংরক্ষি আসন’।
৫ . ৯৯টিতে ১২৮ নারী মোনোনয়ন জমা দিলেও সিলেটের ৬টিসহ ২০১টিতে নাই।
৬ . এডমিন ক্যাডারে নিয়োগ বিড়ম্বনায় ছাত্র রাজনীতিতে আসেনা মেধাবীরা।
এইচ এম শহীদুল ইসলাম, সিলেট: গনতন্ত্র চর্চার অপব্যবহার, জেন্ডার বৈষম্য, ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, স্বজনপ্রীতি, পেশীশক্তি, পরিবারতন্ত্র, অর্থনৈতিক দূর্বলতা, প্রলোভন, নির্ভরতা, বদ্ধমূল ধারনাসহ নানা কারণে রাজনৈতিক অঙ্গনে পিছিয়ে রয়েছেন নারী নেত্রীত্ব। আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপনাসহ অন্যান্য পেশায় সফলতা অর্জনকারী নারীরাও রাজনৈতিক দলগুলোতে যথাযোগ্য আসন বঞ্চিত হচ্ছেন। এছাড়া মনোনয়ন বনিজ্য, পুরুষ প্রতিদ্বন্ধীর কর্তৃত্ব ও নেয্যতার অভাবে রাজনৈতিক দলগুলেতে নারীদের অনুপস্থিতি এবং নির্বাচনে প্রতিদ্বন্ধীতায় আগ্রহের অভাব দেখা গেছে। রাজনৈকি দলগুলোর নীতিনির্ধারকদের অগনতান্ত্রিক আচারণ, সাংবিধানিক নিয়মের ব্যর্তয়সহ অজ্ঞাত কারণে হচ্ছেনা আরপিও বাস্তবায়ন এবং তদারকির অভাবে নারী উন্নয়ন নীতিসহ ঝিমিয়ে আছে নারী অগ্রযাত্রার বিভিন্ন উদ্যোগ। এমনটাই মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সিলেটের নারী নেত্রীবৃন্দ। এছাড়া, স্থানীয় নির্বাচনে সংরক্ষিত আসনে লড়াই করেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে নারী সদস্যদের। দলের পুরুষরা মনে করেন একমাত্র সংরক্ষিত আসনেই লড়াই করবেন নারীরা। তবে, অভিজ্ঞতার পাশাপাশি নিজ যোগ্যতায় সামনে এগিয়ে যেতে চাচ্ছেন অধম্য এই নেত্রীত্ব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে ২নারী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনে প্রতিদ্বন্ধীতা করতে মোট ১৬০টি মনোনয়ন পত্র জমা পরে। এর মধ্যে হবিগঞ্জ-১ আসনে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং সুনামগঞ্জ-২ আসনে জয়া সেন গুপ্ত ছাড়া সবাই পুরুষ। এবং সিলেট জেলার ৬টি আসন থেকে প্রতিদ্বন্ধীতা করতে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাদের সবাই পুরুষ, যেখানে নেই কোনো নারী। এর মধ্যে ৩৪টি বাতিল ও ২টি স্থগিত করা হয়। সিলেটের ৬টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ মোট ১১টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৩৬জন এবং ১১জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। সিলেট জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের যোগ্যতা সম্পন্ন নারী সদস্যরা থাকলেও নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী হিসেবে তাদের নাম। এবারের জাতীয় নির্বাচনে ৯৯টি আসনে ১২৮নারী মনোনয়নপত্র জমা দিলেও সিলেটসহ ২০১টি আসনে নাই নারী প্রাথী।
নাম প্রকাশ না শর্তে বিভিন্ন রাজনৈতিক দলের সিলেটের কয়েকজন নারী সদস্যরা বলেন, তারা বৈষম্যের শিকার হচ্ছেন, নিয়ম রক্ষার্থে তাদেরকে দলে রাখা হয়েছে। যোগ্যতা থাকা সত্যেও দেওয়া হচ্ছেনা মূল কমিটির পদ-পদবি। দলের গঠনতন্ত্র ও সাংবিধানিক নিয়ম উপেক্ষা করে কতিপয় পুরুষ নেতা এমন বিদ্বেষ মূলক আচারণ করছে বলে জানান তারা। অনিয়ম, পেশী শক্তি, ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে কতিপয় সুবিধাভোগি নেতা পদ-পদবী দেওয়ার কথা বলে নারী নেত্রীদের কাছে দাবী করছেন মোটা অংকের অর্থ। নিয়ম-নীতির উপেক্ষা করে ব্যক্তি স্বার্থ হাসিল ও স্বজনপ্রীতির কারণে অযোগ্য এবং নিকট আত্মীয় কিংবা ব্যক্তির পছন্দের নারী সদস্যদের রাখা হয় মূল কমিটিতে। দীর্ঘদিন থেকেই নিবন্ধিত দলগুলোর ভিতরে এমন পাওয়ার প্রাকটিস চলছে। তবে, বহিস্কার কিংবা বর্তমান অবস্থান (যতটুকু আছে) থেকে বঞ্চিত হওয়ার ভয়ে প্রতিবাদ করা বা গনমাধ্যমে বক্তব্য প্রদান করছেন না অনেক নারী সদস্য।
সংবিধান যা বলছে:
১৯৭২ এর সংবিধানে গনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের মূল কমিটিতে ৩৩% নারী সদস্য অন্তভূক্তির বাধ্যবাদকতা রয়েছে। যেটি, ২০০৯ (সংশোধিত) ৯০এর (খ) ধারা: অনুযায়ী ২০২০ সালের মধ্যে বাস্তবায়নের নির্দেশনা ছিল। নির্ধারিত সময়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আরপিও বাস্তবায়নে ব্যর্থ হলে নির্বাচন কমিশন ২০৩০ সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেয়।
এছাড়াও জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১ অনুযায়ী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নির্বাচনে অধিকহারে নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে অনুপ্রাণিত করার কথা উল্লেখ রয়েছে। তবে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ধারাবহিক ভাবে উপেক্ষা করছে সংবিধানের নির্দেশনা এবং নারী উন্নয়নের নীতি সমুহ।
সিলেটে আওয়ামী লীগে ৬% নারী:
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের মূল কমিটিতে মোট ১৫০সদস্যর মাঝে পুরুষ ১৩৯জন এবং নারী ১১জন। নারী অন্তভূক্তি আছে ৬%। এর মধ্যে জেলায় ৫.৩% ও মহানগর কমিটিতে আছে ৬.৬%।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেনা বেগম বলেন, তার কমিটিতে অন্তত ১০ থেকে ১৫জন নারী রয়েছেন যারা সংসদে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন। কিন্তু দলের সিনিয়র নেতাদের সম্মানার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাননি।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীদের সাবেক সভাপতি আলহাজ¦ মোছাঃ সালমা বাছিত। যিনি ১৯৭০সালে বিএ (সম্মান) ডিগ্রী অর্জন করার পর শিক্ষকতা জীবন শুরু করেন এবং ১৯৭৩সাল থেকে আওয়মী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি মনে করেন স্ব-শিক্ষিত নেতাদের পদপদবি টিকিয়ে রাখতেই যোগ্যপদে পিছিয়ে শিক্ষিত নারীরা। তিনি বলেন, তারমতো আরো অনেক নারীনেত্রী আছেন যারা বঙ্গবন্ধুর আদর্শে দেশের জন্য দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছেন। দীর্ঘ ৫০ বছর দেশের মানুষের জন্য রাজনীতি করছেন। দেশের জন্য লড়াই করা একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী এবং শিক্ষক হিসেবে নিজের ব্যক্তিত্বের বিষয়টি মাথায় রেখেই দলের পদ-পদবির জন্য আগ্রহী ছিলেন না। সেজন্যই হয়তো বড় পদে দায়িত্ব পালন করা হয়নি। তবে, তিনি বিশ^াস করেন গনতান্ত্রিক নিয়মে নারী সদস্যদের মূল দলে আরো বেশি অংশগ্রহন এবং প্রতিটি নির্বাচনে দলের যোগ্যতা সম্পন্ন নারী সদস্যদের মনোনয়ন পেতে দলের নীতি নির্ধারকদের আন্তরিক হওয়া প্রয়োজন।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি পাঁচ বারের সিটি কাউন্সিলর শাহানারা বেগম বলেন, তার কমিটিতে আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ অনেক যোগ্যতা সম্পন্ন নারী রয়েছেন। তবে, নারীদের নির্বাচনে অংশগ্রহন ও দলের মনোনয়ন পেতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থের যোগান। অনেক ত্যাগ তিতীক্ষার পর যোগ্য নারী সদস্যরা অর্থনৈতিক দূর্বলতার জন্য সাধারণ আসনে লড়াই করতে অনাগ্রহী। যেমন, মনোনয়ন ক্রয় থেকে শুরু করে প্রতিটি ধাপেধাপে অর্থের প্রয়োজন হয়। এখানে দলগুলোর মনোনয়ন বানিজ্য, স্বজনপ্রীতি এবং নারীদের প্রতি জেন্ডার বৈষম্য সহ নেতিবাচক ধারনা থেকে বেরিয়ে আসতে পারলে এবং দলগুলোর মধ্যে সঠিক গনতন্ত্র চর্চার অনুশীল বৃদ্ধি পেলে নির্বাচনে নারীদের অংশগ্রহন বাড়বে। এবং বর্তমানে রাজনৈতিক দলগুলোতে আগত শিক্ষিত এবং উদীয়মান নারী নেত্রীত্বের যথাযথ মূল্যায়ন হলে ৩০সালের মধ্যে আরপিও বাস্তাবায়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এব্যাপারে যোগাযোগ করা হলে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্ধীতা করার জন্য দলের কোনো নারী সদস্য মনোনয়ন পত্র চাননি। চাইলে আমরা সুপারিশ করতাম। আরপিও বাস্তবায়নের ব্যপারে তিনি বলেন, পর্যায় ক্রমে অগ্রগতি হচ্ছে। আগামীতে দলের মূল কমিটিতে নারী সদস্যদের অংশগ্রহন বাড়বে। দলে নারীর আসন সংখ্যা বৃদ্ধি ও অগ্রগতির জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আমাদের সাথে কাজ করছে এবং আমরাও চেষ্টা করছি। এজন্য নারী সদস্যদের দলীয় সকল কর্মসূচীতে উপস্থিতিসহ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মূল কমিটিতে জায়গা করে নিতে হবে। সর্বপরি এগিয়ে আসতে হবে তাদেরকে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, দলীয় মনোনয়ন দলের হাইকমান্ড থেকে দেওয়া হয়। যেটি মনোনয় বোর্ড প্রাথী বাছাই করে থাকে। জেলার সাধারণ সম্পাদক হিসেবে আমার এখতিয়ার নাই। দলীয় প্রধান শেখ হাসিনা যাকে ভালো মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন। দলের মূল কমিটিসহ সকল ক্ষেত্রে ৩৩%নারীর অংশগ্রহন (আরপিও) সন্মন্ধে আমরা জানি এবং অন্তভূক্তির জন্য চেষ্টা করছি।
সিলেট বিএনপিতে ৪.৬৩% নারী:
সিলেট জেলা বিএনপির মূল কমিটিতে মোট ১৫১সদস্য মাঝে পুরুষ ১৪৪জন এবং নারী ৭জন। নারী অন্তভূক্তি আছে ৪.৬৩%। এবং মহানগর বিএনপির তিনটি পদে নির্বাচন হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন চলমান রয়েছে। উল্লেখ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক জটিলতার কারণে অংশগ্রহন করেনি বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)।
সিলেট জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না বলেন, সিলেটে বিএনপির সাথে অনেক নারীনেত্রী আছেন। যাদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা, অর্থনৈতিক সচ্চলতা এবং জনপ্রিয়তা সবকিছু মিলিয়ে সংসদে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রয়েছে। যদিও রাজনৈতিক জটিলতার কারণে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করেনি। অংশ নিলে সিলেট জেলার যেকোনো সংসদীয় আসন থেকে নারীদের মধ্যথেকে প্রাথী হতেন। তবে, অনেক নারী সদস্য নিজ ইচ্ছায় সংরক্ষিত আসনে প্রতিদ্ব›িদ্ধতা করেন। নোংরামী এবং অনুকুল পরিবেশের অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সামাজিক, পারিবারিক ও বদ্ধমূল ধারনার কারণে অনেকটা পিছিয়ে রয়েছে সিলেটের নারী নেত্রীত্ব। অনেক ক্ষেত্রে রক্ষশীল পরিবার ও স্বজনরা মনে করেন নারীদের রাজনীতির কি প্রয়োজন। আবার অনেক শিক্ষিত নারী রাজনীতিতে এসেও পরিবেশের সাথে নিজেকে বেমানান মনে করে ফিরে যাচ্ছে। কিছুক্ষেত্রে থামিয়ে দেওয়া হয় কন্ঠ, কিছু পুরুষ নেতারা বলেন, এই মেয়ে থামো বিষয়টি আমরা দেখছি। যেগুলো নিয়মে পরিনত হয়েছে। তবে, সিলেটে দলের অধিকাংশ নেতা নারীদের মূল্যায়ন করেন। যার কারণে পূর্বের তুলনায় নারীর অংশগ্রহন বাড়ছে। যদি দলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নীতিনির্ধাকরা আন্তরিক হন, তবে নারীর অন্তভূক্তি আরো বাড়বে।
সিলেট মহানগর মহিলা দলের সভপতি নীগার সুলতানা ডেইজী। যিনি ১৯৯৩সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ডেইজীর রাজনীতির ক্যারিয়ার প্রায় ৩৩বছর। ৯০সালে অধ্যায়নরত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট সরকারী মহিলা কলেজ শাখার সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালনের মধ্যদিয়ে রাজনীতিতে হাতেখড়ি। রাজনৈতিক ক্যারিয়ারে মহিলা দলের কেন্দ্রীয় সদস্য থেকে শুরু করে মহানগর বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদকসহ দলের বিভিন্ন পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আলাপকালে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা রাজনীতি থেকে দূরে থাকতে চাচ্ছেন, যারমধ্যে নারীর সংখ্যাই বেশি। এজন্য বর্তমানে রাজনৈতিক অঙ্গনে শিক্ষিত এবং যোগ্য নারী সদস্যদের অভাব। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভেরিফিকেশনে চাকুরী প্রার্থী এবং তার পরিবারের রাজনৈতিক ব্যকরাউন্ড সন্মন্ধ্যে খোজ খবর নেওয়া হয়। প্রাথী কিংবা পরিবারের কেউ বিরোধী রাজনৈতিক দলের সাথে জড়িত থাকলে এডমিন ক্যাডারে নিয়োগে পেতে বাধা হয়ে দাড়ায়। যা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনে প্রভাব পরে। যারজন্য ভালো মেধাবী শিক্ষার্থীরা রাজনীতিতে প্রবেশ করতে চাননা। যারজন্য, পুরুষের তুলনায় নারী শিক্ষার্থীরা রাজনীতি বেশি অনাগ্রহী। তাছাড়া এক সময় রাজনীতিতে নারীদের অংশগ্রহন কম থাকলে দলের পুরুষ সদস্যদের কাছ থেকে সহযোগিতা বেশি পাওয়া যেত। কিন্তু বর্তমানে নারীদের অংশগ্রহন বেশি হলেও সহযোগিতা কম পাওয়া উপস্থিতিও কম। তাই বলা যায় তুলনা মূলক ভাবে রাজনীতিতে নারীদের অগ্রগতি তেমন বাড়েনি। যদিও সংখ্যার দিকদিয়ে পূর্বের তুলনায় বর্তমানে নারী সদস্যদের উপস্থিতি কিছুটা বেশি। সুরক্ষার বিষয়ে তিনি বলেন, প্রতিপক্ষ দলের কথা হয়তো বাদ দিলাম কিন্তু নিজ দলের কাছেও নারীরা সুরক্ষিত না। মিছিল মিটিংয়ে নারীদেরকে সুরক্ষিত জায়গায় দাড়ানোর সুযোগ নাদিয়ে উল্টো ধাক্কাদিয়ে ফেলে দেয় অনেক পুরুষ সদস্য। আবার এর বিপরীতও আছেন দুই একজন যাদের সহযোগিতায় নারী সদস্যরা তাদের দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাছাড়া পুরুষ শাসিত সমাজে মুভি, সিনেমায় নারীদের নেগেটিভ চরিত্রে উপস্থাপন নারীদের জীবনে বড় ধরনের প্রভাব ফেলে। যারজন্য শিক্ষিত যোগ্য নারীরা ঘর থেকে বেড়িয়ে রাজনীতির মাঠে আসতে চাননা। সাধারণ আসনে নির্বাচনের আগ্রহের বিষয়ে তিনি বলেন, দেশে রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ তৈরী হলে বিএনপি যদি নির্বাচনে যায় তবে জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে প্রতিদ্ব›িদ্ধতা করবেন। সেইসাথে যোগ করেন যে, সংরক্ষিত আসন হচ্ছে ‘কান্না থামাতে বাচ্চাদের হাত চকলেট ধরিয়ে দেওয়ার মতো একটু শান্তনা’। তিনি ব্যক্তিগত ভাবে সংরক্ষিত আসনে নির্বাচনে না গেলেও পিছিয়ে পড়া নারীদের জন্য সংরক্ষি আসন প্রয়োজন মনে করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী। ১৯৯৭ সালে এমএ ডিগ্রী অর্জনকারী এই সফল নারী ১৯৯১-৯২ সালে সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী সংসদের জিএস, ৯২-৯২ ভিপি, এবং ৯৩ কলেজ শাখা ছাত্রদলের পেসিডেন্ট পদে দায়িত্ব পালনের মধ্যদিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। ২০০৫ সালে সিলেট মদন মোহন কলেজের প্রভাষক, ১২সালে ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ শিক্ষাক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় নেত্রীত্বের প্রায় ৩৩বছরের অর্জন ব্যাপক। এছাড়া বিভিন্ন সময় জেলা ও মহানগর বিএনপির কমিটি বিভিন্ন পদে দ্বায়িত্ব পালনকারী এই নেত্রী বলেন, রাজনৈতিক দলগুলোতে নারীদের অগ্রহের বিষয়টি বাড়ছে। তবে বর্তমানে রাজনৈতিক সংকটের কারণে অধিকাংশ নারীরা নিরাপত্তাহীনতার শংকা অনুভব করছেন। শান্তিপূর্ণ পরিবেশের অভাবে রাজনীতির মাঠে শিক্ষিত নারীদের উপস্থিতি কমিয়ে দিচ্ছে। দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচারণ ও সঠিক গনতন্ত্র চর্চা, নারী সদস্যদের প্রতি পুরুষ নেতাদের নেয্যতা বৃদ্ধি পেলে আগামী ৩০সালের মধ্যে দলের মূল কমিটিতে ৩৩%নারীর অন্তভূক্তি ও আরপিও বাস্তাবায়ন সম্ভব হবে। জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতিও ছিল সামিয়া চৌধুরীর। কিন্তু সুষ্ঠ পরিবেশ না থাকায় তার দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। যদি শান্তিপূর্ণ পরিবেশ তৈরী হয়, তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করবেন।
এব্যাপারে সিলেট মহানগর বিএনরি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেট মহানগর বিএনপির (সম্ভাব্য ১৭১ বিশিষ্ট) পূর্নাঙ্গ কমিটিতে ১০থেকে ১২জন নারী সদস্য স্থান পাবে। আগামীতে যোগ্যতা অনুযায়ী মূলদলে নারী সদস্যদের অন্তভূক্তি আরো বাড়বে। যা বিধি অনুযায়ী নির্ধারিত ৩০সালের মধ্যে আমাদের দলের মূল কমিটি গুলোতে ৩৩ভাগ নারী স্থান পাবে এবং আরপিও বাস্তবায়ন হবে। সংসদে নারী সদস্যদের প্রতিনিধিত্বের ব্যাপারে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ সংগঠন। তাই জেলা বা মহানগর পর্যায়ের কমিটি গুলোতেও অসংখ্য যোগ্যতা সম্পন্ন নারী সদস্য রয়েছেন। যারা, জাতীয় সংসদ এবং স্থানীয় নির্বাচনে সাধারণ আসনে প্রতিদ্বন্ধীতা করার ক্ষমতা রাখে। দেশের রাজনৈতিতে একটি সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। যদি সৌহাদ্যপূর্ণ পরিবেশ তৈরী হয় এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহন করে, তাহলে যোগ্য নারী সদস্যদের যোগ্য আসনে দলীয় মনোনয়ন পেতে মহানগর কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “অবশ্যই আমাদের যোগ্যতা সম্পন্ন নারীরা আছেন, যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখেন এবং অনেকেই আছেন। আমাদের দলের মাধ্যে যারা ছাত্র রাজনীতি করে আসছেন আবার জনপ্রতিনিধিও আছেন। বিভিন্ন উপজেলায় ভাইস চেয়ারম্যানরা আছেন। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার মত তাদের সকল যোগ্যতা আছে। এবং যদি নির্বাচনের পরিবেশ তৈরী হয় এবং আমরা (বিএনপি) যদি নির্বাচনে যাই, তাহলে যোগ্যতা সম্পন্ন নারী সদস্যদের সাধারণ আসনে দলীয় প্রতীক পেতে অবশ্যই আমরা নারীদেরকে অগ্রাধিকার দিব এবং মনোনয়ন বোর্ডকে সুপারিশ করব। আরপিও বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই জেলা বিএনপিতে প্রায় ৬৮জন নারীকে পদায়ন করেছি। ৩০ সালের মধ্যেই আমাদের কমিটমেন্ট বাস্তবায়ন করব এবং দলের মূল কমিটিতে ৩৩ভাগ নারী সদস্য স্থান পাবে”।
সিলেট জেলা জাতীয় পাটি:
সিলেট জেলা জাতীয় পার্টির (জিএম কাদের ২০২২সালের ২৩মে ) অনুমোদিত ১০৩ সদস্য বিশিষ্টি আহবায়ক কমিটিতে নারীর উপস্থিতি ০.৯৭%। উল্লেখ্য অন্য দলগুলোর তুলনায় জাতীয় পার্টির সিলেটের অঙ্গসংঠনের নারী সদ্যদের উপস্থিতি প্রায় শূন্যের কোটায়। যারা আছেন তাদের মধ্যে মিডিয়ায় কথা বলতে আগ্রহী না থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ বলেন, সংসদে বিরোধী দল হিসেবে আমাদের দলের পুরুষ সদস্যদের পাশাপশি নরী সদস্যরা জোড়ালো ভুমিকা পালন করছে। এবং জেলা পর্যায়েরও একাধিক নারী সদস্য রয়েছেন যারা সংসদে প্রতিানাধত্ব করার যোগ্যতা রাখেন। এছাড়া সিলেট জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি চলছে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব মূল কমিটিতে নারী সদস্যদের জায়গা করে দিতে।
সুশীল সমাজের অভিমত:
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি স্বর্ণলতা রায় বলেন, এখানে অর্থনীতির বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। কারণ অর্থনীতি ছাড়া রাজনীতি সম্ভব নয়। যেকোনো সংগঠন পরিচালনায় অর্থ দরকার এবং রাজনীতির প্রত্যেকটি ধাপে অর্থের বিষয়টি জড়িত। এক্ষেত্রে নারী শিক্ষা উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক ভাবেও নারীদের এগিয়ে আসতে হবে। মূলদলে নারীদের ৩৩% অর্ন্তভূক্তির ব্যপারে তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলোতে যোগ্যতা সম্পন্ন নারীদের অংশ গ্রহন থাকলেও জেন্ডার বৈষম্যের শিকার হচ্ছেন নারী সদস্যরা এবং তৃণমূলে এর প্রভাব বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যোগ্যতা সম্পন্ন নারী সদস্যদের মূল কমিটিতে অন্তভূক্তি করা হলে অনেক পুরুষ সদস্য পিছিয়ে বা ঝরে পরার সম্ভবনা রয়েছে। এমন শংকার কারণে যোগ্য নারী সদস্যরা অনেক পিছিয়ে আছে। তবে, তিনি আশা প্রকাশ করেন দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোর প্রধানরা নারী। সংসদেও নারীদের ভূমিকা অত্যন্ত জোড়ালো। তাই সঠিক গনতন্ত্র চর্চা অনুশীলন করলে আগামী ৩০সালের মধ্যে আরপিও বাস্তবায় সম্ভব হবে। এক্ষেত্রে দলের পুরুষ সদস্যদের দৃষ্টিভংগি বদলাতে হবে রাজনৈতিক দলের হাইকমান্ড নেতৃবৃন্দদের আরো মনোযোগি হওয়া প্রয়োজন।
সিলেট জেলা বারের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এমাদউল্লাহ শহিদুল ইসলাম বলেন, সংবিধানে প্রত্যেক দলকেই এক তৃতীয়ংশ নারী সদস্য দলের মূল কমিটিতে অন্তভূক্তি করার কথা বলছে। এবং দলগুলোর তাদের বিভিন্ন শাখা-উপ শাখায় কিছু নারী সদস্য নিয়েছেন এবং অনেকে নারী সদস্য বৃদ্ধির চেষ্টাও করছেন। পিছিয়ে থাকার ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রত্যেক নিবন্ধিত দলকে দ্বাদশ জাতীয় নির্বাচনের পূর্বে দলগুলোর জমাদেওয়া প্রতিবেদনে আরপিও বাস্তবায়নের অগ্রগতির ব্যাপাওে ব্যখ্যা চেয়ে একটি কলাম নির্ধারিত করে দিতে পারতেন। যাতে দলগুলোর পক্ষ থেকে একটি উত্তর পাওয়া যেত, যে আরপিও বাস্তবায়নে কতটুকু অগ্রসর হয়েছে দলগুলো। বা কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায় কতটুকু বাস্তবায়ন হয়েছে। এতে একটি পরিসংখ্যান পাওয়া যেত এবং সংবাদ সম্মেলন করে কমিশন পরিস্কার বলতে পারতেন, যে কোন দল কতটুকু বাস্তবায়ন করেছে। যাদের হয়নি তাদের ব্যপারেও কমিশন সিদ্ধান্ত বা নির্দেশনা দিতে পারতেন।
সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর সিলেট জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, নিবন্ধিত দলগুলোর মাঝে উল্লেখযোগ্য শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন নারী রয়েছেন। সংবিধানে লিপিবদ্ধ থাকা সত্যেও রাজনৈতিক দলগুলোতে নারীরা পিছিয়ে। এমনকি ইউনিয়ন পর্যায়ে যে ১৩টি কমিটির মধ্যে যেখানে নারীকে প্রধান এবং অর্ন্তভূক্তি করার কথা রয়েছে, সেখানেও তার বাস্তবায়ন নাই। আমাদের দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলের প্রধানরা নারী কিন্তু দলের মধ্যে নারীদের সংখ্যা একেবারেই কম। এক্ষেত্রে দলীয় প্রধান হিসেবে দলের মূল কমিটি গুলোতে ৩৩ভাগ নারী সদস্য অর্ন্তভূক্তি করার জন্য কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নীতিনির্ধারকদের তাগিদ দিতে পারেন। এবং নির্বাচন কমিশনের আরো দায়িত্বশীল হয়ে নিবন্ধিত দলগুলোকে তদারকি করা উচিৎ। যাতে নির্ধারিত সময়ের মধ্যে আরপিও বাস্তবায়ন সম্ভব হয়। এক্ষেত্রে নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে সভা সেমিনার ও কর্মসূচীর মাধ্যমে নারীদের অধিকার সন্মন্ধে সচেতন করতে হবে। যদিও অনেক এনজিও এবং সরকারী প্রতিষ্ঠান নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নিচ্ছে। এক্ষেত্রে বঞ্চিত নারী সদস্য, দলের নীতিনির্ধারক এবং বাস্তবায়নকারী কর্তৃপক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরী করা জরুরী।
এব্যাপারে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিলেট আঞ্চলিক কর্মকর্তা মোঃ অব্দুল হালিম খান বলেন, আমরা আশা করছি নিবন্ধিত দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে ৩৩% নারী সদস্য দলের মূল কমিটিতে অন্তভূক্তি করবে অর্থাৎ আগামী ৩০সালের মধ্যে আরপিও বাস্তবায়ন করবে। এবং প্রতি বছর নিবন্ধিত দলগুলোর কার্যক্রম পর্যালচনা করছে নির্বাচন কমিশন। সংবিধান এবং কমিশনের নির্দেশনা উপেক্ষা করলে নির্বাচন কমিশন কি ধরনের ব্যবস্থা নিতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেউ আইনের উর্ধে নয়। দলগুলোকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সংবিধান ও কমিশনের বিধি বিধান উপেক্ষা করলে শাস্তিমূলক ব্যবস্থাসহ কমিশন উক্ত দলের নিবন্ধন বাতিল করতে পারে।
যদিও আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সাধারণ আসনের মধ্যে ৯৯টি আসনে প্রতিদ্বন্ধীতাকারী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী সহ মোট ১২৮জন নারী প্রার্থীর মনোয়নয়ন পত্র জমা পরেছে। নির্বাচনে অংশগ্রহনকারী মোট ২৯টি রাজনৈতিক দলের মধ্যে ১৬টি রাজনৈতিক দল পুরুষের পাশাপশি নারী প্রার্থীদেরকেও সাধারণ আসনে মনোনিত করছে। যেখানে ৩০০টি সাধারণ আসনে ২৭১৩জন প্রাথী মনোনয়ন পত্র জমা পরেছে। যেখানে পুরুষের তুলনায় নারী প্রার্থীর সংখ্যা শতকরা ৭. ৭১ ভাগ।