মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদবাড়ী এলাকায় বাস, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার কালকিনি উপজেলার ভুরঘাটা জিরো পয়েন্ট এলাকার মহাসড়কে এলে এর উল্টো দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনটি পরিবহনে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়েছে। কালকিনি থানার ওসি মো. নাজমুল হোসেন জানান, ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে ভ্যানচালকের অবস্থায় গুরুত্ব হয় তাকে উন্নত চিকিৎসার জন্য জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।