খুলনার ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্প'র প্রোগ্রাম লার্নিং এবং ফিডব্যাক শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে প্রকল্পের কো-অর্ডিনেটর জিল্লুর রহমান চলতি বছরে প্রকল্পের আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন এবং ভবিষৎ এ প্রকল্পের লক্ষ্যে ও উদ্দেশ্যে বাস্তবায়নে করণীয় বিষয়ে সকলের মতামত ও সহযোগিতা কামনা করেন। প্রকল্পের ডিওয়াইএম শিখা রাণীর সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্যদেন প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক পরিতোষ মন্ডল, সাংবাদিক এ. লতিফ মোড়ল, এস.রফিক ও মাহবুবুল আলম, পরিবার পরিকল্পনা কর্মী খুররুম রহমান ও নাসির উদ্দীন, মসজিদের ইমাম সাইদুল আলম, এনজিও প্রতিনিধি শিল্পী গাইন, ইয়ুথ সদস্য ফয়সাল আহমেদ, ইসতিয়াক মাহমুদ, মিম খাতুন, ইমরান হোসেন, সুমিত্রা মন্ডল, চরিতা রানী, নাঈম আহমেদ, নাজমুল হাসান, মোঃ আলামিন, শুভদেব প্রমূখ। সভায় ইয়ুথ গ্রুপের সদস্য, শিক্ষক, সাংবাদিক, ইমাম, রাজনৈতিক নেতা, সমাজসেবক সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।