চাঁদপুরের ৮ উপজেলায় ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫১ হাজার ২৮৮ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট রেখে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ তারিখে ৬-১১ মাস বয়সী ৩৮ হাজার ৩৩৬ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লক্ষ ১২ হাজার ৯৪১ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে জাতীয় ভিটামিন এই প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন। তিনি বলেন, ১২ ডিসেম্বর জেলার ৮ উপজেলার ২ হাজার ৩৩২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় চাঁদপুর চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, মির্জা জাকির, সিনিয়র সহ সভাপতি রহিম বাদশা, আলম পলাশ, সদস্য মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃশাখাওয়াত হোসেন ও ডাঃ মোঃ জাহিদুজ্জামান জানান, ভিটামিন এ শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।