ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ-যশোর মহাসড়কে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় ২ জন মারাত্বকভাবে আহত হয়েছেন। রোববার বিকাল ৪টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরিফ ও ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কুবিরখালি গ্রামের আলম উদ্দীন মন্ডলের ছেলে রানা হামিদ। স্থানীয়রা আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। তবে আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়াই তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার সামনের ৪ টি দাত ভেঙ্গে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ মেইন স্ট্যান্ড থেকে রানা হামিদ ইকো ডায়গোনেষ্টিক থেকে রক্ত দিয়ে ঝিনাইদহরে দিকে যাচ্ছিল অপরদিকে এনজিও কর্মী আরিফ মোটরসাইকেল যোগে অফিসে ফেরার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি হিরো হুন্ডা ও পালসার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কায় দুমরেমুচড়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ দূঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় আহতদের মোটরসাইকেল, মোবাইল ও টাকা থানা হেফাজতে রাখা আছে পরিবারের লোকজন আসলে হস্তান্তর করা হবে। আহত ১ জন ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।