পাবনার সুজানগরে গতকাল শনিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা বাংলাদেশ শীর্ষ কার্যক্রমের আওতায় শিক্ষা এবং চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৫জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকাল ১১টায় সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর এনএ কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল হাশেম, মহিলা উদ্যোক্তা শামীমা ফেরদৌস সুমী, জয়িতা আফরোজা আক্তার ও বিলকিস আখতার। অনুষ্ঠান পরিচালনা করেন জেন্ডার প্রমোটার মোছাঃ মলিনা খাতুন। শেষে ৫জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।