বগুড়ার সারিয়াকান্দিতে সরকারী স্কুলের শিক্ষকেরা সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন। তারা সরকারী দলের সাথে যুক্ত হয়ে কাজে কর্মে থোড়াই কেয়ার করছেন না কাউকেই। স্কুল ফাঁকি দিয়ে প্রকাশ্যে দলের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন তারা।
গত সোমবার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। বাহিরে শোনা গেল, উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা। কিন্তু ভেতরে গিয়ে দেখা গেল, ব্যানারে লেখা আছে বিএনপি-জামাতের নৈরাজ্যের- নাশকতার প্রতিবাদে শান্তি উন্নয়নের সমাবেশ।
কিন্তু সভায় বক্তাদের বক্তব্যে শুনে মনে হয়েছে, সেটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সভায় পরিনিত হয়েছিল সভার স্থানটি।
বক্তব্যে প্রকাশ পেল,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের কথা।
বক্তাদের মুখে কথা একটাই ছিল, যে করেই হোক নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং দলীয় প্রার্থীকে জেতাতে হবে। ওই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ মন্তেজার রহমান মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি। এছাড়াও সাংসদ ও সারিয়াকান্দি সোনাতলা এলাকার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নানও ওই সভায় বক্তব্য রাখেন। দুপুর ১২ টা থেকে শুরু হয়ে, চলে তা বিকেল ৪ টা পর্যন্ত।
এই সভা পুরোটাই সঞ্চালনা করেন, রাশেদুল ইসলাম রিপন।
এই রাশেদুল ইসলাম, রিপন সারিয়াকান্দির চর জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সহকারী শিক্ষক হলেও, দীর্ঘদিন ধরে তাকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। দেখা গেল, ওই রাশেদুল ইসলাম রিপন সভায় কখনো বক্তা, আবার কখনো সঞ্চালনার ভূমিকা পালন করছেন। তার সঞ্চালনা ও বক্তব্য শুনে সবাই অভিভূত।
পরে এ ব্যাপারে কথা হয় তার সাথে। তিনি বলেন,সরকারি চাকরি করলে দল করা যাবে না এটা আমি জানি।
কিন্তু দল তো আমি একা করি না। অনেকেই তো করেন দলবল। তাদের নামও উল্লেখ করে বলেন, আমি দুর্বল তাই আমার পিছে লেগেছেন।ওইদিন ইউএনও সাহেব আমাকে ভোট কেন্দ্রের কাজে ডেকেছিলেন। আরো জানা গেল, রাশেদুল ইসলাম রিপন ২০১০ সালে এই সরকারি চাকুরি পেয়েছেন। তার বাড়ি কাজলা ইউনিয়নের জামথল চরে। তিনি বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করছেন। এখন তিনি জামতল চরের পরিবর্তে বগুড়া শহরতলী সাবগ্রামে পরিবার নিয়ে বসবাস করেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বুলু বলেন, সে তো দলবল করেন অনেক আগে থেকেই। মান্নান সাহেব তাকে চাকুরী দিয়েছেন। কিন্তু রিপন দলকে ভুলতে পারেননি। তাই এখনো দল করেন। দল করলেও স্কুল করেন যথারীতি।
এ ব্যাপারে, উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। জানতে পারলে, অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।