মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার ১০টায় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা দুপ্রক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের সভাপতিতে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।
অন্যান্যদের উপজেলা প্রকৌশলী (এল জি ই ডি) সৈয়দ শাহরিয়ার আকাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিনেশ কুমার পাল, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম ,মহেশপুর থানার এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মসজিদের ইমাম আবু সুফিয়ান, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভার পূর্বে সরকারী কর্মকর্তা,দুপ্রক সদস্য ,স্কাউটের ও সততা সংঘের সদস্যবৃন্দরা মানববন্ধন করেন।