আকিমুল ইসলাম পেশায় একজন ভ্যান চালক তিনি উপজেলার ফাজিলপুর গ্রামের সেলিম মন্ডলের ছেলে। ছোটবেলায় প্রাইমারি স্কুলে ভর্তি হলেও তৃতীয় শ্রেনীর গন্ডি পেরনো সম্ভব হয়নি । বাবা-মা তিন ভাই ও এক বোনের অভাব অনটনের সংসারের হাল ধরতেই তাকে পড়ালেখা বাদ দিয়ে যেত হত কাজে। দীর্ঘদিন অন্যের ক্ষেত খামারে কাজ করতে করতে আকিমুল স্বপ্ন দেখতেন একদিন নিজে কিছু করবেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাবার সাথে পরামর্শ করে গত ৬ মাস ব্যারাক ও আশা এনজিও থেকে ঋণ নিয়ে ৫০ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান কেনেন। সেই ভ্যান গাড়ি টালিয়ে প্রতিদিন যা আয় হচ্ছিল তা বাবার সামান্য আয়ের সাথে যোগ করে সংসার খরচ ও ভাই বোনদের ওলখাপড়া চলছিল। কিন্তু হঠাৎ করেই চোরের নজর পড়ল তার ওই ভ্যান গাড়িটির দিকে। আকিমুল এর একমাত্র অবলম্বন ভ্যান গাড়িটি চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে ১৭ নভেম্বর সকাল ৮ টার দিকে কালীগঞ্জ শহরের কাচাবাজার এলাকার রবিউল ইসলামের আড়তের সামনে থেকে। ওই দিন তিনি সবজির ভাড়া নিয়ে নিজ গ্রাম থেকে সকালে কালীগঞ্জে কাঁচামাল বাজারে আসেন। ভ্যান থেকে মাল নামিয়ে ভাড়া আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন তার ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। আশপাশে খোঁজাখুঁজি করেও ভ্যানটির সন্ধ্যান আর পাওয়া যায়নি। পরবর্তীতে পাশের একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত গওয়া যায় চোরচক্র সদস্যরা তার ভ্যান চুরি করে নিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখা গেছে ৩ চোর তার ভ্যানের তালা ভেঙে ভ্যানটি চালিয়ে নিয়ে যাচ্ছে। ওইদিনই আকিমুল কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আকিমুল ইসলাম বলেন, ধারদেনা করে এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। ঋণের টাকা পরিশোধ হওয়ার আগেই চোরেরা আমার ভ্যান নিয়ে গেল। ভ্যান হারানোর ২৪ দিন পার হলেও থানা পুলিশ এখনো ভ্যানটি উদ্ধার কিংবা চোরচক্রের সদস্যদেরকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ বলেন,আমি অফিসের কাজে বাইরে আছি। ব্যাপারটি আমি দেখছি। এভাবে প্রতিনিয়ত ভ্যান ও রিকশা চুরির একটি চোর চক্রের সদস্যরা আসহায় দরিদ্র মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন চুরি করে নিয়ে যাচ্ছে।