আজ শনিবার জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্য মানববন্ধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপৃজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে প্রধান ও বিষেশ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না ও ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, পৌর প্যানেল মেয়র নুর হোসেন ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন । বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হাই, সদস্য সচীব জাহিদুলর রহমান রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।