জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক ও জনপদ বিভাগের পরিমাপক স্কেল নির্মাণের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার সকালে উপজেলার আওনা ও পিংনা ইউনিয়নের কুমারপাড়া - কাওয়ামারা গ্রামের শত শত নর-নারী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, আঃ জলিল, নূরুল ইসলাম আকন্দ, বাদশা আলম, মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর স্ত্রী আসমা বেগম ও হযরত মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
ভুক্তভোগীরা জানান, যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ২-৩ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ওই স্থানে বসবাস করে আসছিল। ওই স্থানে পরিমাপক স্কেল স্থাপন হলে পরিবারগুলো বাড়ীঘর হারিয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করতে হবে।
তাই পরিমাপক স্কেল স্থাপনের স্থান পরিবর্তন করে অন্যত্র খোলা স্থানে স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সূ-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।