পাবনার চাটমোহরে মায়ের ওপর অভিমান করে বায়েজিদ হোসেন (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আতাউর রহমানের ছেলে ও স্থানীয় এক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
জানা গেছে, সোনাহরপাড়া মাজার শরীফের জালসায় যেতে বায়েজিদ মায়ের কাছে ৫০০ টাকা চায়। তার মা টাকা না দেওয়ায় সে মায়ের ওপর অভিমান করে নিজের শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় বায়েজিদ। অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরের ভেতর গিয়ে বায়েজিদকে আড়ার সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বায়েজিদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান,লাশ উদ্ধার করে বুধবার ( ৬ ডিসেম্বর) ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।