পাবনার চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে দু’জন কৃষকের ৬টি গরু চুরি হয়েছে। চুরির ঘটনা ঘটেছে গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে।
জানা গেছে,চোর ওই গ্রামের গোলাম মোস্তফার একটি দুধেল গাভীসহ ৪টি গরু ও আজিজল হকের ২টি দুধেল গাভী গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক দাম ১০ লক্ষাধিক টাকা। এ বিষয়ে চাটমোহর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগি দুই কৃষক।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা চুরির বিষয়টি নিশ্চিত করে জানান,এ বিষয়ে আইনহত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।