নিয়ামতপুরে পুুকুরের পানিতে ডুবে প্রান হারিয়েছে দু’বছরের শিশু হামিদ। বুধবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ইকরাপাড়া (শুখনদিঘী) গ্রামে এ দূর্ঘটনা ঘটে। শিশু হামিদ ওই গ্রামের বাসিন্দা আব্দুল জলিলে ছেলে। নিহত শিশুর স্বজনরা জানান, বেলা ১০ টার দিকে কোন এক সময়ে হামিদ সবার অগচরে বাড়ির পাশর্^বর্তী পুকুর পাড়ে যায় এবং পানিতে পড়ে যায়। বেলা বারোটার দিকে তার মৃতদেহ পানিতে ভেসে উঠলে দেখতে পায় তার স্বজনরা। এসময় দ্রুত তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে প্রস্তুতি চলে স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার এবং সংবাদ দেয়া হয় স্থানীয় পল্লী চিকিৎসকে। পল্লী চিকিৎসক শিশুটির শরীর পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে আসে।