দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বুধবার ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে পৌরসভার প্রধান প্রধান সড়কে বণাঢ্য র্যালী প্রদক্ষিণ এবং শহীদ মুক্তিযোদ্ধা মোঃ মসসিন আলীর কবরে ও শহীদ বুধারু সড়কে পুষ্পমালা অর্পন শেষে সকাল সাড়ে ১০টায় বীরগঞ্জ বিজয় চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়েম মিয়া, বীর মুক্তিযোদ্ধা দধি নাথ রায়, হরপ্রসাদ রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা কৃষি লীগের সভাপতি সিবিলী সাদিক প্রমূখ।