মনোনয়নপত্র যাচাই-বাছইয়ের শেষ দিনে চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার জেলা রির্টাং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাতিল প্রার্থীরা হলেন- ঝিনাইদহ-১ (শৈলকুপা) সতন্ত্র প্রার্থী শিহাবুজ্জামান। ১% ভোটার তালিকায় অসত্য তথ্য প্রদানে প্রার্থিতা বাতিল হয়েছে।আবু বক্কর (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) হলফনামা অস্পূর্ণ থাকা এবং ঝিনাইদহ-২ (সদর উপজেলা ও হরিণাকুন্ডু) নজরুল ইসলাম ঋণখেলাপি (বাংরাদেশ সুপ্রিম পার্টি বিএসপি), শরীফ মোহাম্মদ বদরুল হায়দার (বাংলাদেশ সংস্কৃতিক মুক্তি জোট) দাখিল করা আয়কর রির্টানের প্রত্যায়িত অনুলিপি না থাকা মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে ৩ ডিসেম্বর ঝিনাইদহ-৩ আসন (মহেশপুর-কোটচাদপুর) টিএম আজিবর রহমান (স্বতন্ত্র) মো. নাজিম উদ্দীন (স্বতন্ত্র) ১% ভোটারের তালিকায় অসত্য তথ্য প্রদান করায় মনোয়নপত্র বাতিল করা হয়। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) জাকের পার্টির মো. ইছাহক আলী বিশ্বাসের মনোনয়নপত্র ঋণখেলাপির কারণে বাতিল করা হয়েছে। গত ৩০ নভেম্বর ঝিনাইদহের ৪ টি সংদীয় আসনের প্রার্থী হতে ৩৪ জন মনোয়নপত্র দাখিল করেছিলেন। ৭ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে এখন বৈধ প্রার্থী হলেন ২৭ জন।