মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা লাইনে দাঁড়ানো কে কেন্দ্র করে দ্বন্দ্বে মারিয়া বেগম নামে ৮ মাসের এক অন্তঃসত্ত্বা আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আহত মারিয়া বেগম গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মাহমুদ হোসেনের মেয়ে। এঘটনায় গতকাল রোববার দুপুরে ভুক্তভোগীর মাতা খাদিজা আক্তার গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর মাতা খাদিজা আক্তার জানান, গত শনিবার সকাল ১১টার দিকে আমার গর্ভবতী মেয়ে মারিয়া বেগম কে চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ডাক্তারের কাছে চিকিৎসার জন্য লাইনে দাড়াইলে মোয়াজ্জেম হোসেন ও সুলতানা বেগম তারা মনে করেছে আমি সিরিয়াল ভঙ্গ করে মেয়েকে লাইনে দাঁড় করেছি। পরে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে আমার মেয়ে আমাকে উঠাইতে আসলে আমার মেয়েকে ও তারা লাথি মেরে ফেলে দেয়। বর্তমানে আমার মেয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন জানান, আমরা স্ত্রী দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন। এসময় পরে এসে লাইনের সামনে দাঁড়ায় ওই মহিলা। আমি প্রতিবাদ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে হাসপাতাল থেকে বাহিরে চলে আসলে ওই মহিলার লোকজন আমাদের মারধর করে। আমরা তাদের মারধর করেনি।
এবিষয়ে গজারিয়া থানার সেকেন্ড অফিসার আবুল কালাম জানান, ওই দিন খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করে। এঘটনায় এক পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।