সেনবাগে চুরির ঘটনা দেখে পেলায় রত্না রানী শীল (৩১) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে সংবদ্ধ চোরের দল। ওই ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রোবরাব রাত ৪টার দিকে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মইশাই পাল বাড়িতে। আহত গৃহবধূ হারাধন চন্দ্র শীলের স্ত্রী এবং বাড়ির রাতুল মিয়ার ঘরের ভাড়াটিয়া।
আহত গৃহবধূ রত্না রানী শীল জানায়, রোববার রাত আনুমানিক ৪টা দিকে ৩/৪জনের একদল অজ্ঞাতনামা চোরের দল তার বসতঘরে ডেলায় সিঁদ কেটে চুরির উদ্যেশ্যে ভিতরে ডুকে। এসময় তিনি বিষয়টি টের পয়ে চিৎকার দিলে চোরের দল তার গলায় ধারালো চোরা দিয়ে আঘাত করে (ফোঁচ) দিয়ে গলা কেটে পেলে দ্রুত পালিয়ে যায়। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা ৫০শর্য্যা হাপাতালে ভর্তি করান। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর ২৫০ শর্য্যা বিশিষ্ঠ জেনালের হাসপাতালে প্রেরণ করে।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন এধরণের একটি ঘটনার সংবাদ পেয়েছেন বলে স্বীকার করেন। তবে, রোববার সকাল সোয়া ১০টায় এরিপোর্ট লেখা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি বলে জানান। অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।