ঝিনাইদহের কালীগঞ্জে প্রানী সম্পদ অধিদপ্তরের আওয়াতাধীন "প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প" (এলডিডিপি) কর্তৃক পরিচালিত দুইটি ছাগলের পিজি সদস্যদের মধ্যে ঘর নির্মানের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে পাইকপাড়া গ্রামের পিজি সদস্য প্রত্যেককে একটি করে ঘর নির্মান করে দেওয়া হয়েছে। প্রতিটি ঘরের জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী সদস্যদের নিজ তত্তাবধানে ঘর নির্মান করার কথা থাকলেও পাইকপাড়া গ্রামে পিজিতে তা করতে দেওয়া হয়নি। প্রকল্পের নিয়ম রয়েছে সমুদয় ২৫ হাজার টাকা সদস্যদের নিকট প্রদান করতে হবে। সদস্যরা নিজেরাই তাদের ঘর নির্মান করবেন। কিন্তু উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রেজাউল করিম সদস্যদের কাছে টাকা প্রদান করছেন না। তিনি নির্ধারিত এক ব্যক্তিকে দিয়ে ঘর নির্মানের কাজ করাচ্ছেন। প্রতিটি ঘর নির্মানের জন্য বরাদ্দের সম্পূর্ন অর্থ প্রকল্পের দায়িক্তরত কর্মকর্তা প্রত্যেকের নিকট থেকে সমুদয় টাকা সংগ্রহ করে নিয়েছেন। ফলে প্রতিটি ঘরের জন্য বরাদ্দের পুরো অর্থ ব্যয় না হওয়ার অভিযোগ রয়েছে।
এসব ব্যাপারে পিজির সদস্যদেরকে কাউকে কিছু না বলতে ভয়ভীতিও প্রদর্শন করা হচ্ছে বলে অনেকে অভিযোগ করেন। বলিদাপাড়া ও খামারমুন্দিয়া গ্রামে ২ টি মুরগীর পিজির ঘর নির্মান ও এভাবে করেছিলেন। পাইকপাড়া ছাগলের পিজির সভানেত্রী মর্জিনা বেগম বলেন,ঘর নির্মানের বরাদ্দের সম্পূর্ন টাকাই সব সদস্যরাই অফিসের লোকের হাতে তুলে দেয়। স্যারেরা মিস্ত্রী ঠিক করে দিয়েছিলো। ঘর নির্মানে সব টাকা না লাগলেও তারা ব্যয় দেখাচ্ছে। এসব ব্যাপারে বুঝে নেওয়ার কোন সুযোগ নেই। কিছু বলতে গেলে আগামীতে নতুন কোনো সুযোগ সুবিধা দেবেনা বলে জানায়। গত দুইমাসে পিজির ট্রেনিং ও মিটিং না হলেও আমাদের দিয়ে সাক্ষর করিয়ে নিয়েছে। সরকারি সুবিধা যতটুকু পায় তাই লাভ। জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার ব্যানার্জী বলেন, ইতোমধ্যে ছাগলের ঘর নির্মান বিষয়ে তদন্ত চলমান রয়েছে, প্রমান পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।