দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমার শেষ দিনে, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র গ্রহণ করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী এবং সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সাব্বির আহমেদ। সকাল সাড়ে ১০ টায় সিরাজদিখানে জমাদেন আওয়ামী লীগের নৌকা মনোনিত প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ এরপর বেলা সাড়ে ১২ টায় শ্রীনগর উপজেলায় জমাদেন তিনি। পর্যায়ক্রমে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে দুই উপজেলায় জমা দেন আওয়ামী লীগ ঢাকা দক্ষিণ সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিকল্পধারা কুলা নিয়ে মাহি বি চৌধুরী। জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। তৃনমুল বিএনপি'র অন্তরা সেলিমা হুদা জমা দিয়েছেন। এ সময় যার যার দলের নেতাকর্মী অনেকই সাথে ছিলেন। কেউ কেউ বিশাল শো ডাউন করেছেন। শুধু জমা দেওয়ার সময় আচরণবিধি অনুস্বরণ করেন।