সকালে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের সহিংসতা হলেও প্রশাসনের কঠোর নিরাপত্তায় পটুয়াখালী ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন ও জাসদ সমর্থিত এক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকাল ৪ টা পর্যন্ত কলাপাড়া উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এর কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিল করা স্বতন্ত্র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, বিগ্রেডিয়ার জেনারেল হাবিবুর রহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম লিটন। এ ছাড়া জাসদ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য মো.মহিববুর রহমান।