নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে বিভিন্ন দলের মনোনয়ন ফরম ক্রয় করেন ১০ জন প্রার্থী। মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ ছিল ২৯ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ে মনেনয়ন পত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, আওয়ামী লীগের জাকির হোসেন বাবুল, স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন, তৃণমুল বিএনপির প্রার্থী ড.আব্দল্লাহ আল নাসের। এনপিপির বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই। বিএনএম এর লেঃ কর্নেল সাদেকুর করিম, স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আজিজুল ইসলাম ও জাতীয় পার্টির আহসান আদেলুর রহমান আদেল। সৈয়দপুর উপজেলা সহকারী রিটার্ণিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এর হাতে ওই মনেনয়ন পত্র জমা করেন। এ সময় সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল কুদ্দুস সরকার। মনোনয়ন পত্র জমা দানের সময় প্রার্থীর সাথে ছিলেন সর্বোচ্চ ৫ জন মনোনীত ব্যক্তি। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার ফয়সাল রায়হান জানান, নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছে। এ সময় প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন মার্কা না পাওয়া পর্যন্ত কোন প্রার্থী কোন ধরনের সভা, সমাবেশ, দোয়া চাওয়া, স্লোগান দেয়া যাবে না। কারণ এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের মধ্যে পড়ে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে আচরণবিধি মেনে চলতে তিনি আহবান জানান।