বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হলে ওয়ার্ড, ইউনিয়ন ও ভোট কেন্দ্র ভিত্তিক দল গঠন করতে হবে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই ভোটার উপস্থিতি বাড়াতে এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এই সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। কোন দলকে ছোট করে দেখা যাবে না। নির্বাচনী মাঠে সবাই সমান। বুধবার পীরগাছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন। এ সময় বক্তব্য দেন, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ওয়াসিমুল বারী শিমুল, আবু তালহা বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, শফিকুল ইসলাম বিপ্লব, মোঃ মজনু মিয়া, কল্যাণী ইউনিয়নের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান নুর আলম, পারুল ইউনিয়নের সাধারন সম্পাদক এবিএম মিজানুর রহমান সাজু, ইটাকুমারী ইউনিয়নের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, অন্নদানগর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ভূইয়া, ছাওলা ইউনিয়নের আহ্বায়ক হাবিবুর রহমান বাদল, তাম্বুলপুর ইউনিয়নের আহ্বায়ক ডাঃ জাহিদুল ইসলাম, পীরগাছা সদর ইউনিয়নের আহ্বায়ক সুবীর কুমার চক্রবর্তী, কৈকুড়ী ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন মিয়া, কান্দি ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম খাঁন প্রমুখ।
সভায় মন্ত্রী আরো বলেন, নির্বাচন বিরোধীরা নানা ভাবে এই নির্বাচন বানচাল করার জন্য ফন্দি করছে। তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুযোগ খুঁজবে। আপনারা সর্তক অবস্থানে থাকবেন, যাতে কেউ নির্বাচন বানচাল করতে না পারে। বিএনপি নির্বাচনে না আসলেও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি থাকলে আমরা বিশ্বকে দেখাতে চাই যে, বিএনপি কোন বিষয় না। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই নির্বাচন হচ্ছে আগামী দিনের নেতা হওয়ার সুযোগ। এর আগে পীরগাছা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন নেন। পরে মন্ত্রী কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।