মাগুরা ১ আসনের নৌকার প্রার্থী হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসান এখন মাগুরায়। দুপুর পৌনে একটাই সড়ক যোগে ঢাকা থেকে মাগুরা কামারখালী ব্রিজ এলাকায় পৌঁছালে তাকে মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, তার পিতা মাসুর রেজা কুটিল সহ সকল কাউন্সিলররা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় হাজার হাজার ভক্ত, সমর্থক এবং দলীয় নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। কামারখালী ব্রিজ থেকে মাগুরা জেলা আওয়ামী লীগের শহরের জামরুল তলার অফিস পর্যন্ত মাত্র ১৩ কিলোমিটার আসতে সময় লাগে দুই ঘন্টা ১৫ মিনিট। রাস্তার দুপাশে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। শত শত মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার শোভাযাত্রা করে মাগুরা শহরে প্রবেশ করেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
সাকিব শহরে ঢুকেই জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেন। তাকে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা দুই আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী অ্যাডভোকেট শ্রী বিরেন শিকদার, সহদলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামে গণ সংবর্ধনা গ্রহণ করেন।