দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বীরগঞ্জ-কাহারোল রোড়ে মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পঞ্চগড় থেকে বিরলের উদ্দেশ্যে আসার সময় ধানবাহি ট্রাকে আগুন। গত ২৬ নভেম্বর আনুমানিক রাত দেড়টার সময় ৪টি মটর সাইকেল ও ৬-৭জন হেলমেড পড়া দুর্বৃত্তরা ট্রাকটিকে ছিগনাল দিয়ে থামায়। ট্রাকটির ড্রাইভার মোঃ লিটন রেজা ট্রাক থামানোর কারণ জানতে চাইলে দুর্বুত্তরা অর্কথ্য ভাষায় গালি গালাজ করেন এবং অবরোধ চলাকালীন সময়ে গাড়ী বের করেছ কেন বলতে বলতে ধানের ট্রাকটিতে আগুন লাগিয়ে দিয়ে দুর্বুত্তরা পালিয়ে যায়। কাহারোল থানার পুলিশ তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনা স্থলে যান। বীরগঞ্জ ফায়ার সার্ভিস খবর পেয়ে ধান বাহি ট্রাকটির আগুন নিয়ন্ত্রন করেন। কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এই খবর লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।