আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিদ্যমান নির্বাচনী আইনে প্রার্থী হবার সুযোগ না থাকার বিষয়টি নাগরিকদের অবহিতকরণের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সিনিয়র কো-কনভেনার প্রকৌশলী মামুনুর রশিদ।
আজ শনিবার বিকাল ৪টার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, আসন্ন শীত মৌসুমে চলমান জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের সরগমের মধ্যে আমি প্রকৌশলী মামুনুর রশিদের নামটিও সর্বস্তরের জনগণের মধ্যে উচ্চভাবে আলোচিত। কিন্তু বিদ্যমান নির্বাচন কমিশনের আইনে উল্লেখ রয়েছে "Government Bureaucrats will be barred from contesting an election for three years after their retirement or resignation"ওই আইন মোতাবেক চলমান নির্বাচনে প্রার্থী হবার সুযোগ নেই মর্মে প্রতীয়মান হয়।
তিনি আরো বলেন, সেহেতু এলাকার সন্তান হিসেবে সুদীর্ঘকাল এলাকার সুখে দুখে বিরামহীন ভাবে গজারিয়া উপজেলার ৮টি এবং মুন্সীগঞ্জ সদরের ৯টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে নিরবিচ্ছিন্ন উন্নয়ন করার দুর্লভ সৌভাগ্য হয়েছে ফলে সর্বস্তরের জনগণের সাথে নিবিড় বন্ধনে আবন্ধ হয়েছি। জনগণ উন্নয়নের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উন্নয়নের রূপকার হিসেবে উপাধি প্রদান করেছেন, যা আমার কাছে পরম পাথেয় ও সম্মানের। গজারিয়ার সর্বস্তরের জনগণকে কৃতজ্ঞতা জানিয়ে আশ্বস্ত করতে চাই আপনাদের ভালবাসায় উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা করবো।
এসময় গজারিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।