নেত্রকোনার কলমাকান্দায় বুধবার উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্ত্বরে উপজেলা প্রশাসন, শিশু ফোরাম ও টিম অপরাজিতার আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও শিশু সুরক্ষা বিষয়ে মানব চেইন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আল মামুন, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এপির প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং, মৌরস্মী লিমা ঘাগ্রা, শিশু ফোরাম ও টিম অপরাজিতার পরিচালক সাংবাদিক নাজমুল হক, শিশু সদস্য লাবিব খান, শিশু ফোরাম ও টিম অপরাজিতার সদস্য নীলা আক্তার, প্রিয়া আক্তার, শাকিল আহম্মেদ, মোখশেদ মিয়া, সুবর্ণা খাতুন, লাকী আক্তার, সুরমানা আক্তার, সামিরা আক্তার, তানিয়া আক্তার, খোকমণি আক্তার, প্রান্ত তালুকদার, নুসরাত জাহান শিপা সাংবাদিক প্রান্ত সাহা বিভাস, শেখ শামিম, আবদুর রশিদ ও কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু।