নীলফামারীর-৪, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা মিলে একটি আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় তিন লাখ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি হবে ভোট। তফশীল ঘোষণার পর সৈয়দপুর ও কিশোরগঞ্জে সরকারী দলের পক্ষ থেকে করা হচ্ছে আনন্দ শোভাযাত্রা। আর এ সময় বিএনপির ডাকা চলছে হরতাল অবরোধ। তবে হরতাল অবরোধ তেমন একটা সফল করতে পারছে না দলটি। কিন্তু কি করবে আগেই তো ভুল পথে পা দিয়েছে দলটি। তা হল এক দফা কর্মসূচি। দলটি কঠিন এ কর্মসূচি ঘোষণা দিয়ে পড়েছে চরম বিপাকে। সৈয়দপুর জেলা বিএনপির এক নেতা জানান, আমাদের কিছু ভুলের কারণে আজ তেমন একটা সফল হচ্ছে না কর্মসূচি। তাছাড়া বিএনপি নেতাকর্মীদের নামে বেনামে অনেক মামলা। দলীয় অফিসগুলো আছে তালাবদ্ধ। কোন কোন নেতাকর্মী এখন জেলে। আবার হাজার হাজার নেতাকর্মী পলাতক। আন্দোলন করবে কি করে। কেউতো বাসায় নেই। মাঠ গরম হচ্ছে না। সৈয়দপুর শহর এখন বিএনপি শুণ্য। শহরে নেই কোন মিটিং মিছিল। এদিকে হরতাল অবরোধে যাতে বিএনপি জামায়াত কোন ধরনের নাশকতা করতে না পারে সেজন্য মোড়ে মোড়ে রয়েছে পুলিশ সদস্যরা। তাছাড়া টহলে রয়েছে প্রশাসনের বিশেষ টিম। বর্তমানে সৈয়দপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এরশাদ হোসেন পাপ্পু ও জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মির্জা রুহুল কবির জেলে রয়েছে। অপরপাশে জেলা বিএনপির ১১ জনের নামে মামলা রয়েছে থানায়। তাদের মধ্যে মহামান্য হাইকোর্ট জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড, এস এম ওবায়দুর রহমানসহ কয়েকজনকে জামিন দিয়েছেন। তারাও এখন অনেকটা নিরব ভুমিকায়। বলা চলে সৈয়দপুর এখন বিএনপি শুণ্য। সৈয়দপুর বিএনপি অফিস এখন অন্ধকারাচ্ছন্ন।