মাগুরার ঐতিহ্যবাহী শ্রী শ্রী ক্যায়তনী পূজা ও মেলা জমে উঠেছে। প্রতি রাতে লাখো দর্শনার্থীর পদচারনায় উৎসবের শহরে পরিণত হয়েছে মাগুরা শহর। ব্যতিক্রমী প্যান্ডেল সুউচ্চ গেট, দৃষ্টিনন্দন আলোকসজ্জা, প্রতিমা এবং মেলা দেখতে রাত বাড়লেই হাজার হাজার নারী পুরুষের মিলনমেলায় পরিণত হচ্ছে গোটা শহর। সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা হলেও মাগুরাতে ব্যতিক্রম। দির্ঘ্য ষাট বছর ধরে দূর্গা পূজার ঠিক এক মাস পর পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী ক্যাতয়নী পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়। যা দেখতে মাগুরার প্রত্যন্ত গ্রাম অঞ্চল পার্শ্ববর্তী ঝিনাইদা, যশোর, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া সহ দেশের সকল জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের সব বয়সী নারী পুরুষের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ ছাড়া ভারত সহ বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা ভিড় করে এখানে। এ বছর শহরের প্রধান সাতটি পূজা মন্ডপ সহ ৯৪ পূজা মন্ডপে ক্যাতয়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল দশমী পূজার মধ্য দিয়ে পূজার অনুষ্ঠানিকতা শেষ হলেও মেলা চলবে আরো ১৫ দিন।