রাজশাহীর পুঠিয়ায় ভূমি কর্মকর্তাদের অনিয়ম গাফিলতির কারণে সরকারি ৬ একর খাস জমি ব্যক্তি মালিকানায় বলে অভিযোগ উঠেছে। সরকারি ১নং খাস খতিয়ানের জমি কোনো ভাবেই সাধারণ মানুষ মালিক হওয়া সম্ভব নয়। কিন্তু উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসের যোগসাজশে সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তা কর্মচারীরা মিলে তা সম্ভব করে দিয়েছেন। প্রথমে সরকারের নিকট হতে কয়েকজন জালিয়াতচক্র পাইকপাড়া ভূমি কর্মকর্তাদের নিকট হতে কবুলতনামা পত্তন নেয়। এরপর চকপলাশী মোজায় ৮৬২ নং দাগে ৬.১০ একর জমির মালিক সরকার অথচ এই জায়গায় বর্তমান মালিক হয়েছেন কয়েকজন ব্যক্তি মিলে। তাদের নামে চলছে বর্তমানে খাজনা খারিজ চলছে। সরকারি খাস জমি দখলদার মুনছুর রহমান দিং,পিতা আবদুর শাহ তারা ইতোমধ্যে নিজ নামে খারিজ করে নিয়ে ৪.৭ একর জমি। পরে আরো ২.৩ একর জমি জালিয়াতির মাধ্যমে কয়েকজন ব্যক্তিগত খাজনা খারিজ দিচ্ছেন। তৎকালিন উপজেলা ভূমি কর্মকর্তা কানাঙ্গ জালিয়াতির বিষয়টি নজরে আসলে সে ১৬ জুন ১৯৮৮ সালে ভলিউম বইয়ে লিখে রাখেন সবকিছু ভুয়া এবং জমিগুলো সরকারের। পরে ২০১৬ সালে সরকারি জায়গা উদ্ধারের করার জন্য স্থানীয় ওমর ফারুক খাস জমিটি উদ্ধারের জন্য রাজশাহী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ১ আগস্ট ২০১৭ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকারি সম্পত্তি উদ্ধার করার জন্য পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসকে মামলা করার আদের্শ দেন। তারপর চলতি বছরের মে মাসে সানিয়া বিনতে আফজাল রেভিনিউ ডেপুটি কালেক্টর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু অদ্যাবধি এখনো পর্যন্ত কোনো সরকারি সম্পত্তি উদ্ধারের উদ্যোগ গ্রহন করা হয়নি। এর মাঝে কেউ আবার খাস জমিগুলো বিক্রি করে দিয়েছেন। সম্পত্তি ভোগ দখলকারী কামরুল ইসলাম কামু বলেন, জমিতে কোনো সমস্যা নাই,আমাদের জমি। যদি কোন সমস্যা থাকে,আইন অনুযায়ী আমরা দেখবো। এ ব্যাপারে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সে সময় আমি এখানে ছিলাম না। কাজগ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।