পঞ্চগড়-২(বোদা-দেবীগঞ্জ) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন। তিনি রোববার দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে তা পুরন করে জমা দিয়েছেন। গত শনিবার বোদা ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপিকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।