“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে ফুটবল খেলার মাঠে চল” শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী হাট যুব সমাজের আয়োজনে স্থানীয় একটি বিদ্যালয় মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আলহাজ¦ তজির উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে পুরস্কার এবং ট্রফি তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ। এ সময় ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাংবাদিক মনোজ রায় হিরু ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামিলুর রেজা মানিক প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলোয়াখোয়া ইউ’পি চেয়ারম্যান মোজাক্কারুল আলম চৌধুরী কচি ওই ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এবং ইউ’পি সদস্য রাজিউর রহমান সম্পাদকের দায়িত্বে ছিলেন। স্থানীয় সরকার দলীয় নেতা আক্তারুজ্জামান সাজুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভোমরাদহ একাদশ ঠাকুরগাঁও লিটিলষ্টার ক্লাবকে ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়।