বাগেরহাটের শরণখোলায় ১১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জাতীয় শিক্ষাক্রম ২০২১ প্রাথমিক স্তর বিস্তরণ প্রশিক্ষণ চলছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগের পরিকল্পনা নির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ শেষে শিক্ষকদের সার্টিফিকেট প্রদান করা হয়।
এ প্রশিক্ষণের আয়োজন ও বাস্তবায়নে রয়েছেন উপজেলা রিসোর্স সেন্টার। ছয় শতাধিক শিক্ষকের মধ্যে তিন শতাধিক শিক্ষকের এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নতুন কারিকুলাম এর মাধ্যমে এ প্রশিক্ষণ বাস্তবায়ন হলে দেশ আরো উন্নয়নমুখী হবে।
শরণখোলা উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইনস্ট্রাক্টর মো: নাজমুল হক মনির বলেন, টেকসই উন্নয়ন রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য জাতীয় শিক্ষাক্রম ২০২১ বিস্তরণের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রমের আলোকে বাংলাদেশের প্রতিটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় শরণখোলা উপজেলার শিক্ষা অফিসার ও ইউ আর সি ইনস্ট্রাক্টর সাহেবদের ব্যবস্থাপনায় দুইজন দক্ষ প্রশিক্ষকের সহায়তায় এ প্রশিক্ষণ চলছে। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপ সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিধানচন্দ্র রায় ও কচুয়া উপজেলার ইউআরসি সহকারি ইনস্ট্রাক্টর মো: ইয়াছিন আলী বলেন প্রশিক্ষণ টি সফল বাস্তবায়ন হলে মান সম্মত শিক্ষা নিশ্চিত হবে। প্রথম শ্রেনিতে প্রতিদিন পাঠদানের নানা কৌশলের মাধ্যমে শিক্ষক ডাইরি-১ পুরন করতে হবে। এ কারিকুলাম এর মাধ্যমে একসময় দেশ আরো উন্নয়নমুখী হবে।