চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ সোহেল বেপারি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর মডেল থানা। মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর রাত ৪.১৫ মিনিটের সময় চাঁদপুর সদর মডেল থানাধীন ০৭নং পৌর ওয়ার্ডস্থ নিশি বিল্ডিং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আটক মাদক কারবারি সোহেল কয়লাঘাট এলাকার রবিউল বেপারীর ছেলে। সদর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তার হেফাজত হতে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় যে, দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা হতে ইয়াবা সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট বিক্রি করে আসছিল। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এসআই মোঃ রাকিবুল ইসলাম, এএসআই মোঃ অহিদ উল্লাহ সঙ্গীও ফোর্স ওই মাদক অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোঃ শেখ মহসীন আলম জানান, ইয়াবা সহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে। তিনি বলেন, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।