বাগেরহাটের শরণখোলায় নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের অভাবে কোমলমতি শিশুদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে দুর্ঘটনা এড়াতে প্রায় পাঁচ বছর পূর্বে ব্যবহার না করার জন্য উপজেলা প্রকৌশলী দপ্তর থেকে ওইসব স্কুলে পত্র প্রেরণ করা হয়েছে। এরপর স্থানীয়ভাবে কোন মতে টিনশেড ঘর তুলে পাঠদান করা হচ্ছে। চৈত্রের তাপদাহে নিচু টিনের ঘরে পাঠদানে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। দুইটি স্কুল ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রধান শিক্ষকরা উপায়ান্ত না পেয়ে বাগেরহাটের-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের স্বরনাপন্ন হলে তিনি নতুন ভবন নির্মাণের লক্ষ্যে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে ডিও লেটার প্রেরণ করেছেন। ৫৭ নং দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এ প্রতিনিধিকে বলেন ১৯৫৪ সালে স্থাপিত স্কুলটি পুরান ভবন জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ হওয়ায় ২০১৯ সালের ২৮ এপ্রিল উপজেলা প্রকৌশলী অফিস থেকে ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করেন। তারপর স্থানীয়ভাবে কোন মতে টিনশেড ঘর তুলে স্কুল পরিচালনা করা হচ্ছে। আমরা শিক্ষার্থীদের নিয়ে খুব বিপাকে রয়েছি। প্রচন্ড গরমের মধ্যে সীমাহীন দূর্ভোগের মধ্যে ক্লাস পরিচালনা করতে হচ্ছে। উপজেলার ৪৬ নং উত্তর রাজাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম মোল্লা জানায়, দীর্ঘ বছর ধরে স্কুল ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। তার মধ্যে ঝুঁকি নিয়ে ক্লাস চালানো হয়। এরপর ২০১৯ সালে স্কুল ভবনটি ক্লাস না করার জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে অনেক কষ্টে একটি টিনসেট ঘরে ক্লাস চালানো হচ্ছে। এ স্কুলটি উপজেলা সদর রায়েন্দা ইউনিয়নের নির্বাচনী ভোট কেন্দ্র। অবশেষে কোন উপায়ান্ত না পেয়ে এ সমস্যা সমাধানের জন্য বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে এ সমস্যা অবহিত করলে ভবনটি নির্মাণের জন্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ডিও পত্র প্রেরন করে। অপরদিকে উপজেলার পূর্ব খোন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) কবির হোসেন বলেন, অনেক চেষ্টা করেও নতুন ভবন নির্মান করা সম্ভব হয়নি। নানা সমস্যার মধ্যে স্কুলটি পরিচালিত হচ্ছে। ব্যাহত হচ্ছে পাঠদান। স্কুলটি নির্মানের জন্য স্থানীয় এমপি এ্যাড. আমিরুল আলম মিলন মহাপরিচালক বরাবর ডিও লেটার প্রেরণ করেছেন। পশ্চিম বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিপাসা রানী বলেন, স্কুল ভবন না থাকায় শিক্ষার্থীদের পাঠদান মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। টিনসেড ঘরে অল্প যায়গার মধ্যে কোনো ভাবে ক্লাস চালানো চচ্ছে। এ ছাড়া স্কুলটি একটি নির্বাচনী কেন্দ্র। এরকম সমস্যার মধ্যে রয়েছে, ৪০ নং পশ্চিম খোন্তাকাটা, ৪২ নং জনতা, ১০৪ নং টগরাবাড়ী, ৮৭ নং বড় রাজাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর একই অবস্থা। ২০১৯ সালে এ বিদ্যালয়গুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। যে কারণে কোনো ভাবে টিনের ঘর করে পাঠদান চালানো হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার মুহা আশরাফুল ইসলাম বলেন, শরণখোলায় ৯টি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের অভাবে পাঠদান ব্যহত হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্কুলের তালিকা বছরে দুইবার কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। নানা সমস্যার মধ্যে স্কুলের শিক্ষার্থীদের পাঠদান পরিচালিত হচ্ছে। বিদ্যালয়গুলোর নতুন ভবন হওয়া জরুরী হয়ে পড়েছে। শরণখোলা উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম এ প্রতিনিধিকে জানান, শিক্ষা অধিদপ্তর থেকে এলজিডি অধিদপ্তরের নতুন ভবন নির্মাণের জন্য তালিকা প্রেরণ করলে আমরা অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমতি পেলে টেন্ডার আহ্বান করে নতুন ভবন নির্মাণ করতে পারবো।