পাবনার সুজানগরে ইঁদুরের উপদ্রব্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি আমন ধানের মৌসুমে ইঁদুরের উপদ্রব্য বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার বোনকোলা গ্রামের কৃষক মাজেদুল হক জানান, উঠতি আমন ধানের মাঠে ইঁদুরের ব্যাপক উপদ্রব দেখা দিয়েছে। ওই সকল ইঁদুর মাঠের ধান কেটে ক্ষতি সাধন করছে। পাশাপাশি মাঠ থেকে ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে ঘরে রাখার পরও খেয়ে যাচ্ছে। একই গ্রামের কৃষক রইচ উদ্দিন বলেন, ইঁদুরের কারণে ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখা যাচ্ছেনা। কোন কৃষক ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখলেই ইঁদুর রাতের অন্ধকারে ওই ধান কেটে গর্তে নিয়ে যাচ্ছে। এতে কৃষক অত্যন্ত ক্ষতি গ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে বাড়ি-ঘর অফিস-আদালত এবং দোকান-পাটেও ইঁদুরের উপদ্রব্য বৃদ্ধি পেয়েছে। ইঁদুর বাড়ি এবং দোকানপাটে রাখা বিভিন্ন মূল্যবান জিনিষপত্র কেটে ক্ষতি সাধন করছে। পাশাপাশি ইঁদুর ছাত্র-ছাত্রীদের বইপুস্তক কেটে ব্যাপক ক্ষতি করছে। এতে শিক্ষার্থীরা দ্বিতীয় দফা বই কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। সুজানগর পৌর বাজারের ব্যবসায়ী সেলিম রেজা বলেন ইঁদুর দোকানের চাল, ডাল, আটা-ময়দা, এবং সুজিসহ বিভিন্ন উপদ্রব খেয়ে ক্ষতি সাধন করছে। অনেক দোকানদার ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে বেচা-কেনা শেষে রাতে মালা-মাল দোকান থেকে বাড়িতে নিয়ে রাখছেন বলেও ভুক্তভোগী দোকানীরা জানান। এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে ফাঁদ এবং বিষটোপ ব্যবহারের পাশাপাশি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে।