পঞ্চগড়ের আটোয়ারীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংগঠনটির সুবর্নজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে ১১ নভেম্বর বিকেলে কেক কেঁটে এবং পায়রা উড়িয়ে কর্মসূচীর সূচনা করা হয়। পরে বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ কামরুজ্জামান কামুর সভাপতিত্বে এবং যুগ্ন আহ্বায়ক মোঃ সেলিম মোর্শেদ মানিকের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং পঞ্চগড়-১ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক ও যুগ্ন সাধারণ সম্পাদক এবং রাধানগর ইউ’পি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ প্রমূখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আরেক যুগ্ন আহ্বায়ক এ্যাড. আ.ফ.ম আহসানুল কবির ফরহাদ।