নীলখামারীর সৈয়দপুরে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। অবরোধ চলাকালীন উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অবরোধ চলাকালে বিএনপি যাতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল পুলিশ। সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে কোন গাড়ী ছাড়া হয়নি। ফলে সৈয়দপুর বাসটার্মিনাল ছিল গাড়ীতে ভরা। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনতাজ আলি জানান, মালিক পক্ষ প্রায় কোটি টাকার গাড়ী কিনে শ্রমিকের হাতে তুলে দিয়েছে। আর বিএনপির ডাকা হরতাল অবরোধে দেশের বিভিন্ন স্থানে তারা বেশ কয়েকটি গাড়ীতে অগ্নিসংযোগ করেছে। তাই যাতে করে কারে ক্ষতি না হয় সেজন্য দুরপাল্লার যানবাহন বন্ধ রাখা হয়েছে। তবে মালিক পক্ষের অনুমতির ওপর নির্ভর করে গাড়ী চালা। সৈয়দপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ হোসেন শানু বলেন,এমনিতে অটো ইজিবাইকের কারণে বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন কোন সড়কে যাত্রী সংকটে বন্ধ রাখা হয়েছে বাস চলাচল। আবার অবরোধে গাড়ীতে দেয়া হচ্ছে আগুন। তাই আমরা মালিক পক্ষ গাড়ী ছাড়ছি না। রংপুর থেকে সৈয়দপুর আসা এক যাত্রী বলেন, আমরা হরতাল অবরোধ চাইনা। কারণ এতে জনগনের কষ্টের সীমা থাকে না। আমি অনেক কষ্ট করে ভেঙ্গে ভেঙে রংপুর থেকে সৈয়দপুর এলাম অটোতে। টাকা ও সময় দুটিই বেশী লেগেছে। তাই জনগনের কথা ভেবে সকল রাজনৈতিক দলকে এ সকল কর্মসূচি থেকে বিরত থাকতে হবে।