ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যালয় হেলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল নতুন ভবনের ভিক্তি প্রস্তর উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বৃধবার সকাল ১১ টায় হেলাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গির সিদ্দিক ঠান্ঠু, পৌর মেয়র
আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন ও হেলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা খাতুন, ওয়ার্ড কাউন্সিলর বদরুজ্জামান সাজু এবং হেলাই গ্রামের সাধারণ জনগণ ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে বিদ্যালয়টির নতুন দ্বিতল ভবনের ভিক্তি প্রস্তর উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।