খুলনার পাইকগাছায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা (এসিল্যান্ড) হিসেবে মো. আরিফুজ্জামান যোগদান করেছেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে দায়িত্বভার নিয়েছেন। ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যশোহ জেলার কেশবপুরে কর্মরত ছিলেন। সোমবার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসন আয়োজিত সভায় তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসাইনসহ সংশ্লিষ্টরা।