 
		
	খুলনার পাইকগাছায় কপিলমুনি ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এ সভার আয়োজন করে। নাগরিক উদ্যোগ সংস্থা এর উদ্যোগে এটি করা হয়। বুধবার সকাল ১১টায় পরিষদে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. কওসার আলী জোয়ার্দ্দার। নাগরিক উদ্যোগ সংস্থার জেলা ভলেন্টিয়ার কিশোর কুমার মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সচিব মো. আ. গণি গাজী, হিসাব সহকারী মুসাব্বির রহমান, ইউপি সদস্য রফিকুল, রবিন্দ্রনাথ অধিকারী, মো. আলাউদ্দীন গাজী, মোস্থাফিজুর রহমান, সখিনা বিবি, মো. অজিয়ার রহমান, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু ও নারিক উদ্যোগ প্রতিনিধি মুক্তি সরদার। উপস্থিত ছিলেন, আফরোজা, মো. শাহিদুজ্জামান, মধু বিশ্বান, তাপসী দেবনাথ ও মো. শাহিনুর শেখ প্রমুখ। সভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করে স্বাবলম্বী করে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।