ময়মনসিংহের গফরগাঁওয়ে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আবদুল আলিম (৪৩) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের পাইথল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যবসায়ী আবদুল আলিম ওই গ্রামের মোঃ আবদুল আজিজের ছেলে এবং তিন সন্তানের জনক ও পেশা একজন কাঠ ও ফার্ণিচার ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। পাগলা থানার এসআই শেখ রফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আবদুল আলিম সোমবার রাত সাড়ে ১২টা দিকে নিজ বাড়িতে ফেরার সময় শিয়াল মারার জন্য প্রতিবেশী মোঃ বাদশাহ তার মালিকানাধীন পোল্ট্রি ফার্মে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢালী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরুতহাল শেষে মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।